ভর্তির তথ্যাবলী - ২০২৫ শিক্ষাবর্ষ

বারাসাত সারদা শিশু বিহার এবং সোদপুর দেবারতি রায় মেমোরিয়ালে ভর্তির

বিজ্ঞপ্তি - ২০২৫

RAMAKRISHNA VIVEKANANDA MISSION

7 Riverside Road, Barrackpore, North 24 Parganas
Information for Admission during 2025 Session
(Under West Bengal Board of Secondary Education)


Ph: 033-2592-0547/ Email: rkvmbkp76@gmail.com


1. অনাবাসিক (Day Scholar) দিবা বিভাগ বাংলা মাধ্যমে বারাসাত সারদা শিশু বিহারে ছাত্র/ছাত্রী এইসব শ্রেণীতে (KG-I, KG-II, I, II, III, IV, V, VI, VII, VIII, IX) নিম্নোক্ত বিদ্যালয় গুলিতে ভর্তির জন্য ইচ্ছুক ছাত্রছাত্রীদের কাছ থেকে আবেদন অনলাইনে গ্রহণ করা হচ্ছে। আবেদন অনলাইনে করা যাবে আমাদের ওয়েবসাইটে। ওয়েবসাইটের ঠিকানা www.rkvmbarrackpore.org

01.08.2024 থেকে 30.09.2024 পর্যন্ত আমাদের ওয়েবসাইট খোলা থাকবে। আবেদনমূল্য 500/- টাকা অনলাইনে জমা দিতে হবে।

2. অনাবাসিক (Day Scholar) মিশন পরিচালিত সোদপুর দেবারতি , রায় মেমোরিয়ালে ছাত্র/ছাত্রী ইংরাজী মাধ্যম বিদ্যালয়গুলিতে (Under WBBSE) ভর্তি হতে ইচ্ছুক ছাত্র এবং ছাত্রীদের জন্যঃ- নিম্নোক্ত বিদ্যালয়গুলিতে এইসব শ্রেণীতে (KG-I, KG-II, I, II, III, IV, V, VI, VII, VIII, IX) ভর্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া হবে আমাদের ওয়েবসাইটে www.rkvmbarrackpore.org। আবেদনমূল্য 500/- টাকা অনলাইনে জমা দিতে হবে। আবেদন করার সময়সীমা 01.08.2024 থেকে 30.09.2024 পর্যন্ত।

PERMISSIBLE MINIMUM AGE FOR ADMISSION IN VARIOUS CLASSES AS ON 01.01.2025

Class Age Class Age
KG-I 4+ but less than 5 years KG-II 5+ but less than 6 years
I 6+ but less than 7 years    
II 7+ but less than 8 years III 8+ but less than 9 years
IV 9+ but less than 10 years V 10+ but less than 11 years
VI 11+ but less than 12 years VII 12+ but less than 13 years
VIII 13+ but less than 14 years IX 14+ but less than 15 years

2025 শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রয়োজনীয় জ্ঞাতব্য বিষয়ঃ (প্রয়োজনে পরিবর্তিত হতে পারে)

1. বার্থ সার্টিফিকেট – এর প্রত্যয়িত কপি (Attested copy) ভর্তির সময়ে অবশ্যই জমা দিতে হবে।

2. বাংলা মাধ্যম দিবা বিভাগ – এ অনাবাসিক ছাত্র/ছাত্রীর ভর্তির জন্য নির্ধারিত ফি 12,000/- টাকা (প্রায়), Class–I থেকে Class–IX পর্যন্ত একমাসের বিদ্যালয়ের বেতন ও বই- এর মূল্য সহ। বিদ্যালয়ের মাসিক বেতন 700/- টাকা মাত্র।

3. ইংরাজী মাধ্যম দিবা বিভাগ – এ অনাবাসিক ছাত্র/ছাত্রীর ভর্তির জন্য নির্ধারিত ফি 15,000/- টাকা (প্রায়), সমস্ত শ্রেণীর জন্য একমাসের বিদ্যালয়ের বেতন ও বই- এর মূল্য সহ। আনুমানিক মাসিক বেতন Rs.800/-

4. প্রতি শ্রেণীতে ভর্তির জন্য সঠিক নির্ধারিত টিউশান ফি, অ্যাডমিশান ফি, এগুলি ভর্তির সময় জানিয়ে দেওয়া হবে।

5. কোনো বিদেশী ছাত্রকে/ছাত্রীকে ভর্তি নেওয়া হবে না।

6. সমস্ত শ্রেণীতে ভর্তির জন্য প্রতি বিষয়ে 25 নম্বরের মৌখিক এবং লিখিত Online বা প্রয়োজনে Offiline পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নেওয়া হবে ইংরাজী, অঙ্ক এবং বাংলা/হিন্দী বিষয়ে। স্যাম্পেল কোশ্চেন পেপার বিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে।